World's No.1 Textile Technology related Bangla blog.

Full width home advertisement

TTQC

Fabric Manufacturing

Post Page Advertisement [Top]


বর্তমান সময়ে বহুল ব্যবহৃত ফেব্রিক হচ্ছে নিট ফেব্রিক । যা কিনা ওভেন ফেব্রিকের চেয়েও তিনগুন বেশি হারে ব্যবহার করা হচ্ছে । আর শীতের মৌসুমে এর ব্যবহার আরও বেড়ে যায় ।

কেবল মাত্র একসেট সুতা দারা লুপ তৈরি করে এবং লুপদয়কে পরস্পরের সাথে সমান্তরাল বা লম্বালম্বি ভাবে সংযোজিত করে নিট ফেব্রিক তৈরি করা হয় ।

ওভেন ফেব্রিকের চেয়ে নিট ফেব্রিক এর দ্রুত প্রসারের অন্যান্য কারনগুলো হল, এর প্রাথমিক বিনিয়োগ কম, উৎপাদন বেশি, দ্রুত ও সহযেই তৈরি করা যায়, এই কাপড় তৈরিতে শ্রম ও মজুরি কম লাগে, নিট ফেব্রিক আরামদায়ক ও সময়োপযোগী ইত্যাদি ।

DOWNLOAD THIS POST AS PDF

No comments:

Post a Comment

Thank you for your valuable comment. Keep Commenting and Get Answers.

Bottom Ad [Post Page]

| Designed by thebdson