বর্তমান সময়ের সবচেয়ে দামি কাপড় বা ফেব্রিক হচ্ছে ওভেন ফেব্রিক । ওভেন ফেব্রিক তৈরিতে যেমন সময় বেশি লাগে তেমনি ওভেন ফেব্রিক তৈরিতে শ্রমিকের মজুরিও বেশি দিতে হয় । ওভেন ফেব্রিক তৈরিতে এক বা একাধিক সুতা ব্যবহার করা হয় ।
এক বা একাধিক সেটের টানা ও পড়েন সুতার সমবন্ধনির মাধ্যমে যে কাপড় বোনা হয় তাকেই ওভেন ফেব্রিক বলে । ওভেন ফেব্রিক বা বয়ন কাপড় খুব টেকসই হয় । টানা সুতা পড়েন সুতার চেয়ে মোটা থাকে এবং মাঝে মাঝে কাপড়ের ডিজাইন অনুযায়ী ভিন্ন হয় ।
DOWNLOAD THIS POST AS PDF
No comments:
Post a Comment
Thank you for your valuable comment. Keep Commenting and Get Answers.