সকল উৎপাদন মূখী শিল্পের মতই গার্মেন্টসেও মেজার্মেন্ট টেপ এর ব্যাবহারের কোন বিকল্প নেই কিন্তু আমরা অনেকেই জানিনা একটা মেজার্মেন্ট টেপ কিভাবে ব্যাবহার করা হয় তাই যারা নতুন তাদের জন্যই আজকের টপিক। ১টি মেজার্মেন্ট টেপ এ সাধারণত ৫' ফুট বা ৬০" ইঞ্চি বা ১৫০ সেন্টিমিটার বা ১৫০০ মিলিমিটার থাকে, কিন্তু মেজার্মেন্ট টেপটি ফাইবার গ্লাসের হওয়ায় এর সঠিক মাপ পেতে এটি প্রতি ১৫ দিন পর পর ক্যালিব্রেশন করানো প্রয়োজন হয়। এছাড়াও ষ্টিলের মেজার্মেন্ট টেপ রয়েছে যা একবার ক্যালিব্রেশন করানোর পর দির্ঘ্য দিন ব্যবহার করা যায় আর এজন্য অনেক নামিদামী ব্রান্ডের বায়াররা তাদের পোশাকের মেজার্মেন্ট করার জন্য ষ্টিলের মেজার্মেন্ট টেপ ব্যবহার করতে বলে।
আমরা জানি,
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
১ ইঞ্চি = ২৫.৪ মিলিমিটার
১২ ইঞ্চি = ১ ফুট
৩৬ ইঞ্চি বা ৩ ফুট = ১ গজ
৩৯.৩৭ ইঞ্চি = ১ মিটার
কিন্ত আমরা অনেকেই জানিনা যে,
১ ইঞ্চি = ৮ সুতা বা ২৫.৪ মিলিমিটার
১/১৬ ইঞ্চি = আধা সুতা বা ১.৫৯ মিলিমিটার
১/৮ ইঞ্চি = ১ সুতা বা ৩ মিলিমিটার
৩/১৬ ইঞ্চি = দেড় সুতা বা ৪.৭৬ মিলিমিটার
২/৮ বা ১/৪ ইঞ্চি = ২ সুতা বা ৬ মিলিমিটার
৫/১৬ ইঞ্চি = আঁড়াই সুতা বা ৭.৯৪ মিলিমিটার
৩/৮ ইঞ্চি = ৩ সুতা বা ৯.৫৩ মিলিমিটার
৭/১৬ ইঞ্চি = সাড়ে ৩ সুতা বা ১১.১১ মিলিমিটার
৪/৮ বা ১/২ ইঞ্চি = ৪ সুতা বা ১৩ মিলিমিটার
৯/১৬ ইঞ্চি = সাড়ে ৪ সুতা বা ১৪.২৯ মিলিমিটার
৫/৮ ইঞ্চি = ৫ সুতা বা ১৫.৮৮ মিলিমিটার
১১/১৬ ইঞ্চি = সাড়ে ৫ সুতা বা ১৭.৪৬ মিলিমিটার
৬/৮ বা ৩/৪ ইঞ্চি = ৬ সুতা বা ১৯ মিলিমিটার
১৩/১৬ ইঞ্চি = সাড়ে ৬ সুতা বা ২০.৬৪ মিলিমিটার
৭/৮ ইঞ্চি = ৭ সুতা বা ২২.২৩ মিলিমিটার
১৫/১৬ ইঞ্চি = সাড়ে ৭ সুতা বা ২৩.৮১ মিলিমিটার
আপনার মেজার্মেন্ট এর ভালো জ্ঞান এর জন্য গার্মেন্টস শিল্পে আপনার জন্য যে সকল পোস্ট অপেক্ষা করছে তাহলো সুই্যং লাইন কিউসি, লাইন কিউএ, স্যাম্পল কিউএ/কিউসি, প্যাটার্ন মাস্টার, জিপিকিউ, জিপিকিউ ইনচার্জ, সুই্যং ইনচার্জ, স্যাম্পল ইনচার্জ ইত্যাদি।
এই পোষ্টটি পিডিএফ আকারে ডাউনলোড করতে নিচের কিউআর কোড স্ক্যান করুন অথবা ডাউনলোড বাটনে ক্লিক করুন।
Download This Post as PDF
এই পোষ্টটি পিডিএফ আকারে ডাউনলোড করতে নিচের কিউআর কোড স্ক্যান করুন অথবা ডাউনলোড বাটনে ক্লিক করুন।
Download This Post as PDF
No comments:
Post a Comment
Thank you for your valuable comment. Keep Commenting and Get Answers.