World's No.1 Textile Technology related Bangla blog.

Full width home advertisement

TTQC

Fabric Manufacturing

Post Page Advertisement [Top]

Textile Technology ব্লগ
এর সকল রিডারদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা । একান্তই Diploma in Textile Engineering -এ পড়ুয়া সকল শিক্ষার্থীদের জন্য এই ব্লগটি ইংরেজী ২০১৬ সালের ১লা ফেব্রুয়ারী যাত্রা শুরু করে । এছাড়াও যারা টেক্সটাইল বা গার্মেন্টস বা এর সাথে জড়িত বিভিন্ন উৎপাদনমূখী শিল্প প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের কারিগরি শিক্ষার জ্ঞানকে মজবুত করার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াশ । এই ব্লগটিতে গার্মেন্টস এবং টেক্সটাইল সম্পর্কে আমার বাস্তব অভিজ্ঞতা এবং এই সেক্টরের সাথে জরিত বিভিন্ন দেশি-বিদেশী লেখক ও প্রকৌশলিদের লেখা প্রকাশ করা হয়েছে । সেই সাথে আমার ব্লগটিতে বিভিন্ন লেখক-প্রকৌশলিদের লেখা প্রকাশ করায় আমি তাদের কাছে একান্তই দুঃখিত এবং কৃতজ্ঞতা স্বীকার করছি । যেহেতু পোশাক শিল্পই বাংলাদেশের প্রধান রপ্তানির উৎস তাই আশাকরি এই সেক্টরের সাথে যারা জড়িত আছেন বা ভবিস্যতে যারা জড়াবেন ভাবছেন তাদের খুব উপকারে আসবে । ভাষাগত জটিলতা এড়ানোর জন্য কতিপয় শব্দের বাংলা করা হয়নি কারণ সেগুলো টেক্সটাইল শিল্পে ইংরেজিতে প্রচলিত । আর এই ব্লগটি থেকে যদি আপনারা সামান্য পরিমাণেরও উপকার পান তবেই আমার পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করি । আপনাদের জন্যই প্রতিনিয়ত ব্লগটি নিত্য নতুন সব তথ্য এবং জ্ঞান দিয়ে আপডেট হতে থাকবে তাই আমি আশা করবো সব সময় পাশে থাকবেন এবং সর্বদা ব্লগের পোষ্ট সমূহে আপনার মূল্যবান মতামত ও প্রশ্ন দিয়ে কমেন্ট করবেন । সবাইকে এই ব্লগের About পড়ার জন্য ধন্যবাদ । আশাকরি এই ব্লগটি আপনার শিক্ষা জীবনের একটি ভালো অংশ হয়ে দাড়াবে । ব্লগের আপডেটিং চলছে যদি কোন প্রকার ভুল খুজে পান আমাদেরকে জানাবেন আমরা খুব দ্রুত ভুল সংষোধন করতে চেস্টা করবো ।
ধন্যবাদান্তে
Author Rabiul Hasan
Textile Technology 

No comments:

Post a Comment

Thank you for your valuable comment. Keep Commenting and Get Answers.

Bottom Ad [Post Page]

| Designed by thebdson