World's No.1 Textile Technology related Bangla blog.

Full width home advertisement

TTQC

Fabric Manufacturing

Post Page Advertisement [Top]



কাপড় ওয়াশের পরে খেপে যাওয়া বা সংকোচিত হয়ে যাওয়াকেই কাপড়ের শ্রিংকেজ বলে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বায়ারকে ১০০% কোয়ালিটিফুল এবং ত্রুটিমমুক্ত প্রোডাক্ট বা গার্মেন্টস বা পোশাক দেওয়ার জন্য প্যাটার্ন তৈরির পূর্বেই ফ্যাব্রিক ইন্সপেকশন ডিপার্টমেন্ট কাপড় বা ফ্যাব্রিকের ১০০% শ্রিংকেজ টেস্ট বা সংকোচনের হার পরিমাপ করে। ১০০% বলতে ফ্যাব্রিকের সমস্ত রোলের শ্রিংকেজ টেস্ট করতে হবে। যদি ফ্যাব্রিকের শ্রিংকেজ টেস্ট না করা হয় তবে যেসকল সমস্যা হবে তা হলোঃ
১। ওয়াশের পর পোশাক খেপে যাবে বা সংকুচিত হয়ে যাবে।
২। ওয়াশের পূর্বের পোশাকের সাথে ওয়াশের পরের পোশাকের মেজার্মেন্ট সামঞ্জস্য থাকবে।
৩। পোশাক ছোট হয়ে যাবে।
৪। উক্ত পোশাক কমফোর্টেবল হবে না।
৫। বায়ার উক্ত পোশাক কখনোই নিবে না।
৬। অবশেষে সমস্ত শ্রম বৃথা যাবে এবং সমস্ত ক্ষতি কম্পানির বহন করতে হবে।

No comments:

Post a Comment

Thank you for your valuable comment. Keep Commenting and Get Answers.

Bottom Ad [Post Page]

| Designed by thebdson