World's No.1 Textile Technology related Bangla blog.

Full width home advertisement

TTQC

Fabric Manufacturing

Post Page Advertisement [Top]

https://www.facebook.com/
ওভেন এবং নিট ফেব্রিক ছাড়াও আর এক ধরনের ফেব্রিক আমরা ব্যবহার করে থাকি যাকে নন-ওভেন বা ফেল্টেড ফেব্রিক বলা হয় । বর্তমান বাজারে এর চাহিদাও কম নয় । 

বিভিন্ন ধরনের টেক্সটাৈইল বা নন-টেক্সটাইল আঁশ বা ফাইবার  জমাট বাধিয়ে নন-ওভেন ফেব্রিক তৈরি করা হয় ।

American Society for Testing and Materials International (ASTM) Designation 123-55 অনুসারে স্পিনিং উইভিং বা নিটিং ব্যতিত তাপ, আদ্রতা, রাসায়নিক ক্রিয়া ও যান্ত্রিক ক্রিয়ার উপযুক্ত মিশ্রণে ফাইবারের ইন্টারলকিং দ্বারা সৃষ্ট গঠনকে ফেল্ট বলে ।

DOWNLOAD THIS POST AS PDF

No comments:

Post a Comment

Thank you for your valuable comment. Keep Commenting and Get Answers.

Bottom Ad [Post Page]

| Designed by thebdson