তাঁত
ও নীট হতে তৈরি হওয়া গ্রে ফেব্রিককে বিভিন্ন প্রকৃয়ার মাধ্যমে ব্যবহার উপযোগী করা হয়
। এর জন্য গ্রে ফেব্রিককে পানি সহযোগে বিভিন্ন কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ দ্বারা
ট্রিট বা ক্রিয়া করানো হয় । শব্দের অর্থ সিক্ত বা ভিজা এবং শব্দের অর্থ প্রর্কয়া বা
পদ্ধতি । অর্থাৎ টেক্সটাইল দ্রব্যসামগ্রীকে ফিনিশড প্রোডাক্ট হিসেবে পরিণত করতে পানি
সহযোগে বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রয়োগ করে যে সমস্ত সিক্ত প্রর্কয়া করা হয় যেমন স্কাওয়ারিং,
ব্লিচিং, ডাইং, প্রিন্টিং ইত্যাদি সেসমস্ত প্রকৃয়াকে ওয়েট প্রসেস বলা হয় । তবে একটি
প্রসেস এর সুষ্ঠ ব্যবস্থাপনা তার পরবর্তি প্রসেস কে আরও নিখুত করে এবং প্রতিটি প্রসেস
এর সফলতা তার পূর্ববর্তি প্রসেস এর নির্ভুলতার উপর নির্ভর করে । ওয়েট প্রসেস ছাড়া ফিনিশড
পোশাক সম্ভব নয় তাই তৈরি পোশাক শিল্পে ওয়েট প্রসেস এর ভূমিকা অনেক ।
TTQC
Fabric Manufacturing
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Thank you for your valuable comment. Keep Commenting and Get Answers.