আমরা
জানি যে, কাপড় তৈরি করতে যেই কাঁচামাল ব্যবহৃত হয় তার মধ্যে সুতা প্রধান । সুতা ছাড়া
কাপড় তৈরি করা সম্ভব নয় । মূলত সুতা একটি বস্তুর নাম যা কাপড় তৈরি করতে প্রধান কাঁচামাল
হিসেবে ব্যবহৃত হয় । আর সুতা তৈরি হয় বিভিন্ন ধরনের ফাইবার থেকে ।
টেক্সটাইল
এর ভাষায়, সুতা তৈরির গুণাগুন বিদ্যমান এমন সকল ফাইবার বা তন্তু দ্বারা কাপড় তৈরির
সমস্ত গুণাগুন অক্ষুন্ন রেখে কাপড় তৈরির যে প্রধান কাঁচামাল বা বস্তু তৈরি করা হয় তার
নামই হচ্ছে সুতা ।
No comments:
Post a Comment
Thank you for your valuable comment. Keep Commenting and Get Answers.